মাউস পয়েন্টার এর সাইজ এবং রং পরিবর্তন করুন
কম্পিউটারের মাউস পয়েন্টার এর সাইজ এবং রং পরিবর্তন করুন করতে হলে আমাদের নিচের ধাপগুলো লক্ষ্য করতে হবে।
১। ডেক্সটপের বাম পাশে থাকা Start বাটনে ক্লিক করে Start Menu চালু করুন।
২। Start Menu এর বাম পাশে Settings এ ক্লিক করুন। এবারে Settings এর সকল অপশনগুলো চলে আসবে।
৩। Settings অপশনগুলো থেকে Ease Of Access অপশনটি সিলেক্ট করুন। এবারে Ease Of Access এর সকল অপশনগুলো চলে আসবে।
৪। বামপাশ থেকে Cursor & Pointer অপশনটি সিলেক্ট করুন।
৫। এবারে Change Pointer Size অপশন থেকে আপনার পছন্দ মতো সাইজ এবং রং সিলেক্ট করুন।
ধন্যবাদ!