বিজয় লেখাকে ইউনিকোড এ পরিবর্তন করুন

Sohel Hosain
0

বিজয় লেখাকে ইউনিকোড এ পরিবর্তন করুন
বিজয় লেখাকে ইউনিকোড এ পরিবর্তন করুন


বিজয় লেখাকে ইউনিকোড এ পরিবর্তন করুন। 



আমরা অনেক সময় বিজয় দিয়ে বিভিন্ন বাংলা বড় বড় ডকুমেন্ট লিখে থাকি। বড় বড় এই ডকুমেন্টগুলোকে আমাদের বিভিন্ন সময় কাজের প্রয়োজনে বিভিন্ন ধরনের ওয়েবসাইটে আপলোড করতে হয়। যেহেতু অনলাইন জগতে বিজয় লেখা সাপোর্ট করে না তাই পরতে হয় বিপাকে। এই ঝামেলা থেকে মুক্তি পেতে পুরো ফাইলটাকে আবার পুনরায় ইউনিকোড এ টাইপ করতে অনেক সময় ব্যয় করতে হয়। আজ আমরা দেখবো কিভাবে এই ঝামেলা থেকে সহজেই মুক্তি পেতে পারি। 


বিজয় লেখাকে ইউনিকোড এ পরিবর্তন করতে আমাদের যে যে কাজগুলো করতে হবে। 


১। কম্পিউটার স্ক্রিনের বাম পাশে থেকে যে কোনো একটি ব্রাউজার আইকন এ ক্লিক করে ব্রাউজারটি ওপেন করতে হবে। সেটি হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, এভিজি সিকিউর ব্রাউজার, মাইক্রোসফট ইডজ ইত্যাদি। 


২। ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে এ্যাড্রেস বারে টাইপ করুন www.google.com এরপর কী-বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। 


৩। গুগলে টাইপ করুন bijoy to unicode converter এবার কী বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। 


৪। মুহূর্তের মধ্যে গুগল আপনাকে লক্ষ লক্ষ রেজাল্ট সামনে এনে দিবে। সেখান থেকে সর্বপ্রথম যেই লিংকটি দেখা যাবে সেই লিংকটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেইজ প্রদর্শিত হবে। 


৫। আপনার এমএস ওয়ার্ড এর বিজয় লেখাগুলোকে কপি করে নিচের বক্সটিতে যেখানে (বিজয় কী-বোর্ডের লেখা এখানে পেস্ট করুন) লেখা রয়েছে সেখানে পেস্ট করুন। 


৬। এবার দুই বক্সের মাঝখানে তিনটি বাটন রয়েছে সেখান থেকে বিজয় টু ইউনিকোড বাটনটিতে ক্লিক করুন। 


৭। কয়েক সেকেন্ড এর মধ্যে প্রসেসিং হয়ে আপনার বিজয় কী বোর্ডের লেখাগুলো উপরের বক্সে শো করবে। এখান থেকে পুরো লেখাগুলো কপি করে আপনি আপনার ওয়েবসাইটে বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন। 



সকল ধরণের চাকরির বিজ্ঞপ্তি।



পুনরায় আপনি যদি ইউনিকোড লেখাকে বিজয় কী বোর্ডে পরিবর্তন করতে চান তবে একই প্রক্রিয়ায় কাজটি সম্পন্ন করতে পারবেন। যেমনঃ 


১। কম্পিউটার স্ক্রিনের বাম পাশে থেকে যে কোনো একটি ব্রাউজার আইকন এ ক্লিক করে ব্রাউজারটি ওপেন করতে হবে। সেটি হতে পারে, ইন্টারনেট এক্সপ্লোরার, মজিলা ফায়ারফক্স, গুগল ক্রোম, অপেরা মিনি, এভিজি সিকিউর ব্রাউজার, মাইক্রোসফট ইডজ ইত্যাদি। 


২। ব্রাউজারটি ওপেন হওয়ার পর উপরে এ্যাড্রেস বারে টাইপ করুন www.google.com এরপর কী-বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। 


৩। গুগলে টাইপ করুন unicode to bijoy converter এবার কী বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। 


৪। মুহূর্তের মধ্যে গুগল আপনাকে লক্ষ লক্ষ রেজাল্ট সামনে এনে দিবে। সেখান থেকে সর্বপ্রথম যেই লিংকটি দেখা যাবে সেই লিংকটিতে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে নতুন একটি পেইজ প্রদর্শিত হবে। 


৫। আপনার ওয়েবসােইটের লেখাগুলোকে কপি করে উপরের বক্সটিতে যেখানে (ইউনিকোড কী-বোর্ডের লেখা এখানে পেস্ট করুন) লেখা রয়েছে সেখানে পেস্ট করুন। 


৬। এবার দুই বক্সের মাঝখানে তিনটি বাটন রয়েছে সেখান থেকে ইউনিকোড টু বিজয় বাটনটিতে ক্লিক করুন। 


৭। কয়েক সেকেন্ড এর মধ্যে প্রসেসিং হয়ে আপনার ইউনিকোড কী বোর্ডের লেখাগুলো নিচের বক্সে শো করবে। এখান থেকে পুরো লেখাগুলো কপি করে আপনি আপনার ওয়ার্ড ডকুমেন্ট এ ব্যবহার করতে পারবেন।


Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now