ইউটিউব এর ভিডিও ডাউনলোড করুন খুব সহজে | YouTube Video Download | GT Player | The Techno Capsule

Sohel Hosain
0

ইউটিউব এর ভিডিও ডাউনলোড করুন খুব সহজে
ইউটিউব এর ভিডিও ডাউনলোড করুন খুব সহজে


কম্পিউটারে ভিডিও ডাউনলোড করার জন্য আমরা অনেকেই বিভিন্ন ব্রাউজার এক্সটেনশন ব্যবহার করে থাকি। এছাড়াও বিভিন্ন সফটওয়্যার অনলাইনে দেখা যায় যেগুলো ১৪ বা ৩০ দিনের ফ্রি ট্রায়াল ভার্সন হয়ে থাকে। আর ট্রায়াল ভার্সন এর পর প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে হলে ডলার এর বিনিময়ে ক্রয় করে সেগুলো ব্যবহার করতে হয়। কিন্তু আজ আমি আপনাদের এমন একটি সফটওয়্যার এর সাথে পরিচয় করিয়ে দিবো যেই সফটওয়্যারটি আপনাকে কোনো ডলার এর বিনিময়ে ক্রয় করতে হবে না। চলুন দেখে নেই কিভাবে সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করে ব্যবহার করতে হবে। 


ডাউনলোড করবেন যেভাবেঃ 

১। আপনার কম্পিউটারের যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন।

২। ব্রাউজারের উপরের এ্যাড্রেসবারে Google.com লিখে কী-বোর্ড  থেকে Enter Press করুন। আপনার সামনে Google সার্চ ইঞ্জিনটি ওপেন হবে।

৩।  Google এ GT Player লিখে কী-বোর্ড থেকে Enter Press করুন। আপনার সামনে কিছু লিংক দেখা যাবে। 

৪। আপনার পছন্দ মতো যে কোনো একটি লিংক এ ক্লিক করুন। আমি সাধারণত এখান থেকে  ডাউনলোড করে থাকি। 

৫। ওয়েবসাইটে দেখানো Download বাটনে ক্লিক করে অপেক্ষা করুন। প্রসেসিং এর পর আপনার সামনে একটি ফাইল দেখাবে। 

৬। Save File এবং Cancel অপশন দুটি থেকে Save File অপশনটিতে ক্লিক করুন। ঠিক তখনই আপনার কম্পিউটারে সফটওয়্যারটি ডাউনলোড শুরু হয়ে যাবে। 

৭। ডাউনলোড হয়ে গেলে ফাইলটি ওপেন করুন। আপনার সামনে Welcome To GT Player লেখাটি দেখাবে এবং এর নিচেই  Express Install  লেখা সম্বলিত একটি বাটন দেখাবে।  এই বাটনটিতে ক্লিক করে অপেক্ষা করুন। 

৮। Connecting................... লেখাটি দেখিয়ে Downloading, Please Wait.................. লেখাটি চলে আসবে। এবং Bar দেখা যাবে 

৯। ধীরে ধীরে এটি Download হতে থাকবে আর পুরোপুরি 100% শেষ হয়ে গেলেই Setup Finished লেখা দেখাবে। এর নিচেই Finish লেখাটিতে ক্লিক করুন। 

১০। এবার প্রসেসিং হয়ে সফটওয়্যারটি ওপেন হয়ে নতুন একটি ইন্টারফেস দেখাবে ।


সকল ধরণের চাকরির বিজ্ঞপ্তি।



ব্যবহার করবেন যেভাবেঃ 


১। যেই ভিডিওটি ডাউনলোড করবেন সেই ভিডিওটি ওপেন করুন। 


২। ব্রাউজারের এ্যাড্রেসবার থেকে ভিডিও লিংকটি কপি করে নিন। 


৩। GT Player ওপেন করে Insert link to a video or playlist to download it   লেখার স্থানে ফাঁকা যায়গায় মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন ক্লিক করুন। 


৪। Past and Go অপশন সিলেক্ট করুন। 


৫। এবারে আপনার কাঙ্খিত ভিডিওটি সামনে প্রদর্শিত হবে। 


৬। ভিডিওটি কোন রেজুলেশনে ডাউনলোড করতে চান সেই রেজুলেশন সিলেক্ট করুন। 


৭। নিচের Download List এর দিকে তাকালেই দেখতে পাবেন আপনার ভিডিওটি ডাউনলোড হচ্ছে। 


অথবা


১। আপনি যেই ভিডিওটি ডাউনলোড করতে চান সেই ভিডিওটির ওপর মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটনে ক্লিক করুন। 


২। অনেকগুলো অপশন আপনার সামনে প্রদর্শিত হবে। Copy Link Location অপশনটি সিলেক্ট করুন। 


৩। GT Player ওপেন করে Search Music For Listen And Download এর স্থানে লিংকটি পেস্ট করে কী-বোর্ড থেকে ইন্টার কী চাঁপতে হবে। 


৪। আপনার সামনে কাঙ্খিত ভিডিওটি চলে আসবে। এবারে আপনি আপনার পছন্দমতো রেজুলেশন এ ক্লিক করলেই আপনার ভিডিওটি ডাউনলোড শুরু হয়ে যাবে।

Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now