টাইপিং করুন কী-বোর্ড ছাড়াই (বাংলা, ইংরেজি) সহ সকল ভাষায়। The Techno Capsule

Sohel Hosain
0

টাইপিং করুন কী-বোর্ড ছাড়াই (বাংলা, ইংরেজি) সহ সকল ভাষায়
টাইপিং করুন কী-বোর্ড ছাড়াই (বাংলা, ইংরেজি) সহ সকল ভাষায়

আমরা প্রত্যেকেই চাই খুব দ্রুত টাইপ করতে। কিন্তু সময় ও অনুশীলনের ঝামেলায় অনেকসময় হয়ে ওঠে না। টাইপিং স্পিড কোনো ভাবেই বাড়াতে পারছি না। আবার দেখা যায় হাত দিয়ে টাইপ করতে করতে অনেক সময় হাত ব্যাথা হয়ে যায় কিন্তু কাজ সম্পন্ন হচ্ছে না। হাতে ব্যাথা হলেই আর টাইপ করতে ইচ্ছে করছে না। এসব সমস্যা নিয়ে অনেক সময় কাজের ব্যাঘাত ঘটে। কাজ করে তৃপ্তি পাওয়া যায় না। 


এসকল সমস্যার সমাধান হিসেবে আপনি ব্যবহার করতে পারেন Google Docs এর Voice Typing Service টি। এটি ব্যবহার করে আপনি খুব অল্প সময়ে দ্রুত টাইপ করতে পারবেন। তবে আপনি যদি Voice Typing এর মাধ্যমে টাইপিং করতে চান তাহলে অবশ্যই আপনার ইন্টানেট সংযোগ থাকতে হবে। এছাড়াও আপনার একটি মাইক্রোফোন বা হেডফোন থাকতে হবে। এতে আপনি মুখ দিয়ে যা বলবেন তাই লেখা হয়ে যাবে। এই লেখাগুলো আপনি এমএসওয়ার্ড ফরম্যাট এ ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন। এবং যে কোনো কাজেই ব্যবহার করতে পারবেন।


যেভাবে শুরু করবেনঃ 

পদ্ধতি- ০১

১। আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। 

২। ব্রাউজারে গুগল একাউন্টে আপনার জিমেইল এ্যাড্রেসটি দিয়ে সাইন ইন করুন। 

৩। ডানপাশে প্রোফাইল পিক এর বাপাশে ৯টি ডট সম্বলিত এ্যাপস আইকন এ ক্লিক করুন।  গুগলের প্রোডাক্ট সম্বলিত একটি পপআপ মেনু আসবে, মেনু এর ডান পাশের Horizontal Scroll Bar টি Scroll করে নিচের দিকে নিয়ে আসুন। 

৪। নিচে আসলেই Docs নামের নীল রংয়ের একটি পেইজ সম্বলিত একটি আইকন দেখতে পাবেন। এটি হচ্ছে Google Docs, এই আইকনে ক্লিক করুন। তখন Google Docs চালু হবে এবং এর বা’পাশে Plus Sign (যোগ চিহ্ন) সম্বলিত একটি আইকন দেখা যাবে। তার ডান পাশে Google এর তৈরি করা কিছু Default ডকুমেন্ট Template দেখা যাবে।

৫। বা’পাশে Plus Sign (যোগ চিহ্ন) সম্বলিত আইকনটিতে ক্লিক করুন। এবারে আপনার সামনে Google Docs এর নতুন একটি ডকুমেন্ট বা Page সচল হবে। 

৬। সাদা Page এর মধ্যে আপনার কার্সর লাফাতে দেখা যাবে। 

৭। Menu Bar থেকে Tools এ ক্লিক করলে একটি Sub Menu দেখা যাবে। সেখানে Voice Typing অপশন দেখা যাবে। এই Voice Typing অপশনে ক্লিক করুন। 

৮। Page এর বা’পাশে Microphone এর একটি আইকন সচল হবে। এই আইকন এ ক্লিক করলে Voice Typing এর অনুমতি চেয়ে একটি Pop Menu আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে Allow এ ক্লিক করে অনুমতি দিতে হবে। 

৯। এবারে আপনি আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলতে শুরু করলেই আপনার সামনের সাদা Page টিতে টাইপিং চালু হয়ে যাবে।

পদ্ধতি- ০২

১। আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। 

২। ব্রাউজারে জিমেইল একাউন্ট এ আপনার জিমেইল এ্যাড্রেসটি দিয়ে সাইন ইন করুন। 

৩। ডানপাশে প্রোফাইল পিক এর বাপাশে ৯টি ডট সম্বলিত এ্যাপস আইকন এ ক্লিক করুন।গুগলের প্রোডাক্ট সম্বলিত একটি পপআপ মেনু আসবে, মেনু এর ডান পাশের Horizontal Scroll Bar টি Scroll করে নিচের দিকে নিয়ে আসুন। 

৪। নিচে আসলেই Docs নামের নীল রংয়ের একটি পেইজ সম্বলিত একটি আইকন দেখতে পাবেন। এটি হচ্ছে Google Docs, এই আইকনে ক্লিক করুন। তখন Google Docs চালু হবে এবং এর বা’পাশে Plus Sign (যোগ চিহ্ন) সম্বলিত একটি আইকন দেখা যাবে। তার ডান পাশে Google এর তৈরি করা কিছু Default ডকুমেন্ট Template দেখা যাবে। 

৫। বা’পাশে Plus Sign (যোগ চিহ্ন) সম্বলিত আইকনটিতে ক্লিক করুন। এবারে আপনার সামনে Google Docs এর নতুন একটি ডকুমেন্ট বা Page সচল হবে। 

৬। সাদা Page এর মধ্যে আপনার কার্সর লাফাতে দেখা যাবে।

৭। Menu Bar থেকে Tools এ ক্লিক করলে একটি Sub Menu দেখা যাবে। সেখানে Voice Typing অপশন দেখা যাবে। এই Voice Typing অপশনে ক্লিক করুন। 

৮। Page এর বা’পাশে Microphone এর একটি আইকন সচল হবে। এই আইকন এ ক্লিক করলে Voice Typing এর অনুমতি চেয়ে একটি Pop Menu আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে Allow এ ক্লিক করে অনুমতি দিতে হবে। 

৯। এবারে আপনি আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলতে শুরু করলেই আপনার সামনের সাদা Page টিতে টাইপিং চালু হয়ে যাবে।

পদ্ধতি-০৩

১। আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। 

২। ব্রাউজারে গুগল ড্রাইভ একাউন্ট এ আপনার জিমেইল এ্যাড্রেসটি দিয়ে সাইন ইন করুন। 

৩। বা’পাশে Google Drive Icon এর নিচে Plus Sign (যোগ চিহ্ন) সম্বলিত একটি New বাটন দেখা যাবে। বাটনটিতে ক্লিক করলে একটি Popup Menu আসবে। 

৪। Popup Menu এর অপশনগুলো থেকে Google Docks এ ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার সামনে Google Doc এর নতুন একটি Document বা Blank Page ওপেন হবে। 

৬। সাদা Page এর মধ্যে আপনার কার্সর লাফাতে দেখা যাবে। 

৭। Menu Bar থেকে Tools এ ক্লিক করলে একটি Sub Menu দেখা যাবে। সেখানে Voice Typing অপশন দেখা যাবে। এই Voice Typing অপশনে ক্লিক করুন। 

৮। Page এর বা’পাশে Microphone এর একটি আইকন সচল হবে। এই আইকন এ ক্লিক করলে Voice Typing এর অনুমতি চেয়ে একটি Pop Menu আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে Allow এ ক্লিক করে অনুমতি দিতে হবে। 

৯। এবারে আপনি আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলতে শুরু করলেই আপনার সামনের সাদা Page টিতে টাইপিং চালু হয়ে যাবে।

পদ্ধতি-০৪

১। আপনার কম্পিউটার বা ল্যাপটপ এর ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। 

২। ব্রাউজারে গুগল ডকস একাউন্ট এ আপনার জিমেইল এ্যাড্রেসটি দিয়ে সাইন ইন করুন।

৩।  আপনার সামনে Google Docs এর নতুন একটি ডকুমেন্ট বা Page সচল হবে। 

৬। সাদা Page এর মধ্যে আপনার কার্সর লাফাতে দেখা যাবে। 

৭। Menu Bar থেকে Tools এ ক্লিক করলে একটি Sub Menu দেখা যাবে। সেখানে Voice Typing অপশন দেখা যাবে। এই Voice Typing অপশনে ক্লিক করুন। 

৮। Page এর বা’পাশে Microphone এর একটি আইকন সচল হবে। এই আইকন এ ক্লিক করলে Voice Typing এর অনুমতি চেয়ে একটি Pop Menu আসতেও পারে আবার নাও আসতে পারে। যদি আসে তাহলে Allow এ ক্লিক করে অনুমতি দিতে হবে। 

৯। এবারে আপনি আপনার কম্পিউটার এ মাইক্রোফোন লাগিয়ে শুদ্ধ উচ্চারণে কথা বলতে শুরু করলেই আপনার সামনের সাদা Page টিতে টাইপিং চালু হয়ে যাবে।

বিঃদ্রঃ Voice Typing অপশনটি আপনি কেবলমাত্র Google Chrome Browser, AVG Secure Browser এ দু’টি  ব্রাউজারে খুঁজে পাবেন।


আপনার লেখা ডকুমেন্টটি আপনি সরাসরি Microsoft Word, PDF, Text Document (Notepad) সহ বিভিন্ন ডকুমেন্ট ফরম্যাট এ ডাউনলোড করতে পারবেন।


ডাউনলোড করার নিয়মঃ

১। আপনার লেখা ডকুমেন্টটির উপরের Menu Bar থেকে File এ ক্লিক করুন। ক্লিক করার পরে একটি Popup Sub Menu দেখা যাবে। 

২। Popup Sub Menu থেকে Download অপশনে ক্লিক করলে  বিভিন্ন File Format এর  কিছু অপশন দেখা যাবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো Document Format Select করুন।


আপনি যদি Microsoft Word Document ফরম্যাট এ Download করেন আর আপনার লেখাগুলো যদি বাংলা হয় তাহলে লেখাগুলো আপনার সামনে Bijoy Unicode অথবা অভ্র দিয়ে লিখলে যেরকম দেখা যায় ঠিক সেরকম দেখা যাবে। অর্থ্যাৎ লেখাগুলো ভাঙা ভাঙা দেখা যাবে। এই সমস্যা থেকে নিস্তার পেতে আপনি Microsoft Word Document এ লেখাগুলো Select করে উপরের Menu Bar এর Home Tab থেকে Font Selection এর স্থানে SutonnyOMJ ফন্টটি সিলেক্ট করে দিলেই আপনার লেখাটি প্রোফেশনাল বা অফিসিয়াল ডকুমেন্ট হেসেবে তৈরি হয়ে যাবে।



Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now