Alaap App By BTCL- কথা বলুন যে কোন নাম্বারে ৩০ পয়সা মিনিট সরকারী এ্যাপে

Sohel Hosain
0

Alaap App By BTCL- কথা বলুন যে কোন নাম্বারে ৩০ পয়সা মিনিট সরকারী এ্যাপে
Alaap App By BTCL- কথা বলুন যে কোন নাম্বারে ৩০ পয়সা মিনিট সরকারী এ্যাপে


BTCL বাংলাদেশে নতুন একটি এ্যাপ লঞ্চ করেছে যার নাম হচ্ছে আলাপ (Alaap)। যেটি দিয়ে বাংলাদেশের যে কোন নাম্বারে ৩০ পয়সা মিনিটে কথা বলতে পারবেন। আমাদের বাংলাদেশে যেসকল সীম কোম্পানি বা অপারেটরগুলো আছে তারা সাধারণত ৩০ পয়সা মিনিটে কলরেট দেয় না। হয়তো কিছু দিনের জন্য স্পেশাল কিছু অফার দিয়ে থাকে বা আপনি যদি কোন নাম্বারে এফএনএফ (FNF) করে থাকেন তাহলে সেগুলোতে হয়তো পেতে পারেন। আবার বেশির ভাগ সময় কিন্তু এটা থাকে না। আমাদের নিকট ৩০ পয়সা মিনিট মানে অনেক কিছু। তাই আলাপ (Alaap) এ্যাপটি কলরেটের দিক থেকে খুবই উপকারী। আমরা এই আলাপ এ্যাপটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। আমাদের দেশে সাধারণত যে কোন সরকারী সার্ভিসের বেলায় আমাদের একটু খানি দ্বিধাদন্দ থাকে যে, সরকারি সার্ভিস মানেই ভালো হবে না। আপনার এই ধারণা পুরোপুরি পাল্টে যাবে যদি আপনি এই আলাপ (Alaap) এ্যাপটি ব্যবহার করেন। 


এই এ্যাপটি যদি আপনি ব্যবহার করতে চান তবে অবশ্যই জাতীয় পরিচয়পত্র (NID) দিয়ে ভেরিফাই করে নিতে হবে। 




আলাপ এ্যাপে একাউন্ট করার নিয়মঃ 

১। সর্বপ্রথম আপনি আপনার মোবাইলের প্লে স্টোর এ গিয়ে সার্চ করুন Alaap, এই লেখাটি লেখার পর BTCL এর যে এ্যাপটি আছে সেটি আপনার সামনে প্রদর্শিত হবে।


২। এ্যাপটি সামনে প্রদর্শিত হওয়ার পর ইনস্টল অপশনটিতে টাচ করুন। এরপর Processing হয়ে আপনার ফোনে এ্যাপটি ইনস্টল হয়ে যাবে। মনে রাখবেন (কোনো ধরনের থার্ড পার্টি ওয়েবসাইট থেকে ডাউনলোড না করে সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবেন।)


৩। ইনস্টল হওয়ার পর এ্যাপটি ওপেন করুন। 


৪। ওপেন করার পর আপনার সামনে যে ইন্টারফেসটি প্রদর্শিত হবে তাতে আপনি আপনার আলাপ নাম্বারটি যেভাবে পাবেন তা দেখাবে। (Your Alaap Number +8809696XXXXXX) এরপর নিচের Continue বাটনটিতে Tap করুন। 


৫। এরপর যেই ইন্টারফেসটি আসবে তাতে আপনাকে দেখাবে আপনি এই আলাপ এ্যাপ দিয়ে Chat & Video Calling ও করতে পারবেন। এখানে বোঝানো হয়েছে এই এ্যাপের মাধ্যমে আপনি ভয়েস চ্যাট করতে পারবেন, ভিডিও চ্যাট করতে পারবেন তবে অবশ্যই আলাপ থেকে আলাপ এ্যাপে। এখানেও নিচের Continue বাটনটিতে Tap করুন। 


৬। এরপর যেই ইন্টারফেস আসবে তাতে আপনাকে দেখাবে (Attractive Call Rate, Lowest Domestic Call Rate)। এখানেও নিচের Continue বাটনটিতে Tap করুন। 


৭। এরপর যেই ইন্টারফেসটি আসবে তাতে আপনাকে দেখাবে (Call Recording, Record Income & Outgoing Calls)। এই এ্যাপটিতে কল রেকর্ডিং এর অপশনও রয়েছে। এখানেও নিচের Continue বাটনটিতে Tap করুন। 


৮। এরপর যেই ইন্টারফেসটি আসবে তাতে আপনাকে দেখানো হবে আপনি কিভাবে এই এ্যাপ থেকে ইনকাম করতে পারবেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে একটি রেফার লিংক শেয়ার করে ইনকাম করতে পারবেন। এখানেও নিচের Continue বাটনটিতে Tap করুন। 


৯। এরপর যেই ইন্টারফেসটি আসবে এটিই হচ্ছে মূল বিষয় এখানে উপরে আলাপ এর লোগো সম্বলিত নতুন একটি ফিচার দেখাবে। Enter Your Phone Number অপশনটির নিচে বাংলাদেশের জাতীয় পতাকার লোগো এর ডানপাশে বাংলাদেশের Conutry Code এর ডান পাশে আপনার মোবাইল নাম্বারটি টাইপ করে নিচের Continue বাটনটিতে Tap করুন। (মনে রাখবেন নাম্বার টাইপ করার সময় অবশ্যই 0 (জিরো) বাদ দিয়ে 1 (ওয়ান) থেকে আপনার নাম্বারটি টাইপ করতে হবে।) 


১০। প্রসেসিং হয়ে আপনার নাম্বারটি দেখাবে এবং কয়েক সেকেন্ড সময় নিবে এবং আপনি যেই নাম্বারটি দিয়ে রেজিস্ট্রেশন করেছেন সেই নাম্বারে ৬ ডিজিট এর একটি কোড চলে আসবে মেসেজ এর মাধ্যমে। এবং সাথে সাথেই এ্যাপে ১ মিনিট সময় উঠতে থাকবে। নাম্বারটির নিচের বক্সে আপনার ৬ ডিজিট এর কোডটি টাইপ করুন। অথবা নিচে একটি নোটিফিকেশনের মাধ্যমে আপনার কোডটি দেখাবে এবং সেখানে Allow অপশনটিতে Tap করলে অটোমেটিক কোডটি নিয়ে নিবে। 


১১। এরপর Verify your account to make outgoing calls from app ইন্টারফেসটিতে নিচের তিনটি অপশনের কাজ সম্পন্ন করতে হবে।


প্রথম অপশনটিতে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের ছবি তুলে দিতে হবে। ছবি তোলার জন্য Take photo of NID অপশনটিতে Tap করুন। নতুন যে ইন্টারফেসটি আসবে তাতে ক্যামেরার আইকন এ Tap করলে দুটি অপশন আসবে Allow অপশনটিতে  Tap করে আপনার জাতীয় পরিচয়পত্রের সামনের অংশের উপরে ক্যামেরা রেখে ছবি তুলে Submit অপশনটিতে Tap করতে হবে। 


এবার নিচের যেই ক্যামেরা আইকনটি রয়েছে তাতে Tap করলে পুনরায় ক্যামেরা ওপেন হবে এখানে আপনি আপনার জাতীয় পরিচয়পত্রের (NID) পিছনের অংশের উপর ক্যামেরা রেখে ছবি তুলে Submit অপশনটিতে Tap করুন। 


এরপর Next অপশনটিতে Tap করে অপেক্ষা করুন Processing এরপর আপনার জাতীয় পরিচয়পত্রের নাম্বার দেখাবে, নাম দেখাবে, জন্ম তারিখ দেখাবে তবে এখানে কোনো কিছু আপনি ইডিট করতে পারবেন না। এরপর Next অপশনটিতে Tap করুন। 


এরপর আপনাকে সেলফি তুলে দিতে হবে, সেলফি তোলার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে আপনার মুখের অংশ যেনো স্পষ্টভাবে বোঝা যায় এবং পিছনের ব্যাকগ্রাউন্ড যেন একটু মানসম্মত হয়ে থাকে। সেলফি তোলার পরে আপনি আপনার ছবিটিকে রিসাইজ করে নিবেন। এরপর Next অপশনটিতে ট্যাপ করুন। এরপরই Processing হয়ে আপনার আলাপ একাউন্টটি সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে। এবং সামনে দুটি অপশন দেখাবে এখানে Allow অপশনটিতে Tap করলে পরবর্তী ইন্টারফেস এ নিয়ে যাওয়া হবে। 


এই এ্যাপের সুবিধাঃ 

১। আপনার সিমের Contact লিস্টের সকল নাম্বারগুলো এখানে অটোমেটিক যুক্ত হয়ে যাবে এবং Contact লিস্টের অন্য কারো যদি আলাপ একাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তাদের ছবি দেখাবে। 


২। আলাপ থেকে আলাপ এ্যাপে আপনি অডিও কলে ফ্রি কথা বলতে পারবেন। পাশাপাশি ভিডিও কলেও ফ্রি কথা বলতে পারবেন। 


৩। ভিডিও কোয়ালিটি খুব সুন্দর। 


৪। একাউন্ট করার পর আপনার যেই আলাপ নাম্বারটি তৈরি হবে তা আপনার সিমের নাম্বারের সাথে মিল থাকবে। 


৫। ডায়ালপ্যাড যুক্ত থাকার কারণে আপনি এখানে যে কোনো নাম্বার টাইপ করে সরাসরি কল দিতে পারবেন। একদম নরমাল ফোনের মতোই কল দিতে পারবেন। (কিন্তু আপনার ফোনে অবশ্যই ডাটা বা ইন্টারনেট চালু থাকতে হবে। এবং ডাটা বা ইন্টারনেট ব্যবহার করেই আপনাকে এই এ্যাপটি ব্যবহার করতে হবে যেহেতু এটি আইপি নাম্বার।)


৬। কল রেকর্ডগুলো আপনি আপনার গুগল ড্রাইভ এ অটোমেটিক আপলোড করে রাখতে পারবেন অপশন চালু করে। 


৭। কল ফরওয়ার্ডিং অপশনটি চালু করতে পারবেন। অন্য সিমে ইনকামিং কলটি ট্রান্সফার করে দিতে পারবেন। 


৮। রিচার্জের জন্য বিকাশ, নগদ এবং ভিসা/মাস্টার কার্ড ব্যবহার করতে পারবেন। 


৯। একাউন্ট খোলার পর ১৫ মিনিট ফ্রি পাবেন। 


১০। অন্যান্য Country তে কল দিতে হলে কলরেট কত কাটবে তা দেখতে পারবেন। 



অসুবিধাঃ 

১। এ্যাপটি ব্যবহার করতে ইন্টারনেট কানেকশন থাকতে হবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now