ফেসবুকে (ইনবক্স/কমেন্টস/টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করনীয়

Sohel Hosain
0

ফেসবুকে (ইনবক্স,কমেন্টস,টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করনীয় The Techno Capsule
ফেসবুকে (ইনবক্স,কমেন্টস,টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করনীয়

বর্তমান সোশ্যাল মিডিয়ার জগতে অপরাধের পরিমাণ দিন দিন বেড়েই যাচ্ছে। আর এই অপরাধগুলো ধামাচাপা হয়ে যাচ্ছে। 


ফেসবুকে (ইনবক্স/কমেন্টস/টাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করনীয়ঃ



১। উত্ত্যক্তকারীর (বাজে মেসেজ বা ছবি) পোস্টটির লিংক সহ স্ক্রিনশট/মেসেজের স্ক্রিনশট এবং উত্ত্যক্তকারীর একাউন্টটির প্রোফাইল লিংক সংগ্রহ করে অনতিবিলম্বে নিকটস্থ থানায় অভিযোগ করুন।


২। সিআইডি’র সাইবার পুলিশ সেন্টারে আপনি সরাসরি নিজে এসে অভিযোগ জানাতে পারবেন। এছাড়াও নিম্মবর্ণিত যে কোনো মাধ্যমে অভিযোগ করতে পারেন।


হটলাইনঃ ০১৭৩০৩৩৬৪৩১

ইমেইলঃ smmcpc2018@gmail.com

ফেসবুক পেইজঃ https://www.facebook.com/cpccidbdpolice


অভিযোগ দায়ের করার পর প্রয়োজনবোধে সেশ্যাল মিডিয়ায় বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে উত্ত্যক্তকারীর একাউন্টটিকে ব্লক করে দিতে পারেন।


সংশ্লিষ্ট ফেসবুক একাউন্টটি ব্লক করতে হলে যা করনীয়ঃ


👉 প্রথমে ফেইক আইডিটি ওপেন করতে হবে। 

👉মেসেজ বক্সের পাশে তিনটি ডট (...) চিহ্নিত আইকনে ক্লিক করে Block অপশন সিলেক্ট করে ব্লক করুন। 


নিজে সচেতন হই 

অন্যকেও সচেতন করি

নিরাপদ জীবন গড়ি

ফেসবুকে (ইনবক্সকমেন্টসটাইমলাইনে) বাজে মেসেজ বা ছবি পাঠিয়ে কাউকে উত্ত্যক্ত করলে করনীয়


Tags

Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now