কম্পিউটার দিয়ে এ্যাপ ইনস্টল করুন আপনার এ্যান্ড্রয়েড ফোনে

Sohel Hosain
0

কম্পিউটার দিয়ে এ্যাপ ইনস্টল করুন আপনার এ্যান্ড্রয়েড ফোনে
কম্পিউটার দিয়ে এ্যাপ ইনস্টল করুন আপনার এ্যান্ড্রয়েড ফোনে


কম্পিউটার দিয়ে এ্যাপ ইনস্টল করুন আপনার এ্যান্ড্রয়েড ফোনে। 


আমরা অনেকসময় গ্রুপ ওয়াইজ কাজ করার জন্য অনেকে মিলে একটি এ্যাপস ব্যবহারের প্রয়োজন হয়। নতুন যারা থাকে তারা দেখা যায় এ্যাপস ইনস্টল করতে পারে না। বা বানান ভুলের কারণে সঠিক এ্যাপসটি খুঁজে পেতে একটু ঝামেলা হয়ে যায়। ঠিক ঐ মুহূর্তে গ্রুপের প্রধান যিনি থাকেন তিনি চাইলে সবাইকে এ্যাপসটি ইনস্টল করে দিতে পারবেন। এর জন্য যা যা করতে হবে তা হচ্ছে….


গ্রুপের প্রধান যিনি থাকবেন বা যিনি এ্যাপসটি ইনস্টল করে দিবেন তার ইমেইল এ্যাড্রেসটি পাসওয়ার্ড সহকারে সকলের কাছে পৌঁছে দিয়ে গুগল প্লে স্টোরে লগইন করতে বলতে হবে। এরপর গ্রুপ প্রধান তার কম্পিউটারে বসে তার ইমেইল এ্যাড্রেসে লগইন করে ডানপাশে থাকা প্রোফাইল আইকন এ ক্লিক করে নিচের মেনুগুলো থেকে প্লে স্টোর সিলেক্ট করতে হবে। এরপর যেই এ্যাপসটি ইনস্টল করতে ইচ্ছুক সেটি উপরের সার্চ বারে টাইপ করে ডানপাশে থাকা সার্চ আইকন এ ক্লিক করে সার্চ করতে হবে। এবার যেই এ্যাপসটি ইনস্টল করতে ইচ্ছুক তা সিলেক্ট করে ডান পাশে থাকা ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। প্রসেসিং হয়ে যতগুলো ডিভাইসে (ফোনে)  ইমেইল এ্যাড্রেসটি লগইন করা আছে তার একটি লিস্ট  শো করবে। যেই ফোনে ইনস্টল করতে চাই সেই ফোনের মডেল নম্বরটি সিলেক্ট করে Continue বাটনটিতে ক্লিক করতে হবে। প্রসেসিং হয়ে ইমেইল এ্যাড্রেস এর পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ড দিয়ে Next বাটনটিতে ক্লিক করতে হবে অথবা কীবোর্ড থেকে Enter Key চাপতে হবে। প্রসেসিং হয়ে আপনি যেই এ্যাপসটি ইনস্টল করতে চাচ্ছেন তার একটি (Your Apps Name will be installed on your device soon) নোটিফিকেশন চলে আসবে। এবার Ok বাটনে ক্লিক করতে হবে। প্রসেসিং হয়ে কিছুক্ষণের মধ্যে আপনার অপর প্রান্তের মোবাইলে এ্যাপস ইনস্টল শুরু হয়ে যাবে। 


এভাবে এ্যাপস ইনস্টল করতে হলে অবশ্যই দুটি ডিভাইসেই ইন্টারনেট কানেকশন থাকতে হবে। 


ফোনের নোটিফিকেশন বারে এ্যাপস ইনস্টল বা ডাউনলোড বার শো করবে। এ্যাপস ইনস্টল হয়ে গেলে এ্যাপসটি ব্যবহার করা যাবে। 



এভাবে পরবর্তী ফোনে ইনস্টল করার সময় শুধু ডিভাইসের মডেল নম্বরটি সিলেক্ট করে অন্যান্য কাজগুলো পুনরাবৃত্তি করতে হবে।


Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now