ডেক্সটপ থেকে হারিয়ে যাওয়া আইকন ফিরিয়ে আনুন। উইন্ডোজ ১০।

Sohel Hosain
0

ডেক্সটপের আইকন ফিরিয়ে নিয়ে আসুন

ডেক্সটপ থেকে হারিয়ে যাওয়া আইকন ফিরিয়ে আনুন। উইন্ডোজ ১০। 


আমরা কম্পিউটার ব্যবহারের সময় প্রায়শই ভুল বশত বা উইন্ডোজ সমস্যার কারণে ডেক্সটপ থেকে বিভিন্ন ধরনের আইকনগুলো Missing হতে দেখি। যেমন: My Computer বা This PC, User Account, Network, Recycle Bin, Control Panel । তখন নতুনরা খুব ভয় পেয়ে যায়, কি না কি হয়ে গেল কম্পিউটারের। পরতে হয় খুব সমস্যায়। আর এই বিষয়টিই আমরা দেখবো, কিভাবে আমরা কম্পিউটারের ডেক্সটপ এর হারিয়ে যাওয়া আইকনগুলো ফিরিয়ে আনতে পারি। এজন্য আমাদের নিম্মোক্ত কাজগুলো করতে হবে-


১) ডেক্সটপের বাম পাশে টাক্সবারের শুরুতে উইন্ডোজ আইকনটিতে ক্লিক করতে হবে। 


২) এরপর বামপাশে Power বাটনের উপরে সেটিংস আইকন এ ক্লিক করতে হবে। নতুন একটি পেজ প্রদর্শিত হবে। 


৩) এখান থেকে বামপাশে থাকা Themes অপশনটি সিলেক্ট করতে হবে। 


৪) এরপর ডানপাশে থাকা Related Settings অপশনটির নিচে Desktop Icon Settings অপশনটিতে ক্লিক করতে হবে। 


৫) এরপর Desktop Icon Setting এর একটি পেজ প্রদর্শিত হবে। এখান থেকে যে সকল আইকনগুলো আমরা ডেক্সটপে দেখাতে চাই সেই আইকনগুলো বাম পাশে ক্লিক করে টিক মার্ক দিয়ে দিতে  হবে। 


৬) এরপর একদম নিচে থেকে Apply বাটনে ক্লিক করে Ok বাটনে ক্লিক করতে হবে। 


তাহলেই আমাদের কাঙ্খিত আইকনগুলো ডেক্সটপে দেখতে পাওয়া যাবে। 


ধন্যবাদ।



নিচের ছবি থেকে বিস্তারিত দেখুন:



ডেক্সটপের আইকন ফিরিয়ে নিয়ে আসুন
ডেক্সটপের আইকন ফিরিয়ে নিয়ে আসুন 01



ডেক্সটপের আইকন ফিরিয়ে নিয়ে আসুন 01
ডেক্সটপের আইকন ফিরিয়ে নিয়ে আসুন 02



Post a Comment

0Comments

Post a Comment (0)
Demos Buy Now