মাইক্রোসফট অফিস ওয়ার্ড ২০০৭ ডকুমেন্টকে পিডিএফ আকারে সেভ করুন।
ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ করুন সফটওয়্যার ছাড়াই |
মাইক্রোসফট ওয়ার্ড এ আমাদের ডকুমেন্টটি লেখার পর অনেক সময় পিডিএফ আকারে সেভ করার প্রয়োজন হয়। অথবা ডকুমেন্টটি যাতে অন্য পিসিতে সাপোর্ট করে এবং ফন্টগুলো ভেঙে না যায় তাই আমরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে ডকুমেন্টটি ওয়ার্ড থেকে পিডিএফ এ রূপান্তর করে থাকি। আজ আমরা জানবো কিভাবে কোনো রকম সফটওয়্যার ছাড়াই ওয়ার্ড ডকুমেন্টকে ওয়ার্ড থেকে পিডিএফ আকারে সেভ করতে পারি। এজন্য আমাদের নিম্মোক্ত কাজগুলো করতে হবে।
১) মাইক্রোসফট ওয়ার্ড এ ডকুমেন্টটি ওপেন করে বাম পাশে থাকা Office বাটনটিতে ক্লিক করতে হবে।
২) অফিস বাটনে ক্লিক করার পর মেনু সম্বলিত একটি ডায়ালগ বক্স প্রদর্শিত হবে। বাম পাশে থাকা অপশনগুলো থেকে Save As অপশনে ক্লিক করলে ডানপাশে কিছু সাবমেনু প্রদর্শিত হবে।
৩) সাবমেনুগুলো থেকে PDF or XPS অপশনটিতে ক্লিক করতে হবে। তাহলেই একটি Save As ডায়লগ বক্স চলে আসবে।
৪) বাম পাশ থেকে আপনি যেই ড্রাইভ বা ফোল্ডারে পিডিএফ ফাইলটি সেভ করতে চান সেই ড্রাইভ বা ফোল্ডারটি সিলেক্ট করতে হবে।
৫) File Name বক্সে আপনি যে নামে ফাইলটি সেভ করতে চান সেই নামটি টাইপ করুন।
৬) Save As type বক্সে PDf (*pdf) লেখাটি সিলেক্ট করে নিচে থেকে Publish অপশনটিতে ক্লিক করুন।
৭) তাহলেই আপনার কাঙ্খিত ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়ে যাবে।
এবার আপনি যেই ড্রাইভ বা ফোল্ডারে ডকুমেন্টটি সেভ করেছেন সেখান থেকে পিডিএফ ডকুমেন্টটি ওপেন করে দেখুন আপনার ফাইলটি পিডিএফ আকারে সেভ হয়েছে।
casino, poker room, blackjack, bingo
ReplyDeletecasino, poker room, blackjack, bingo febcasino room, https://vannienailor4166blog.blogspot.com/ blackjack, bingo room, 토토 사이트 poker ventureberg.com/ room, poker room, poker room, poker www.jtmhub.com room, poker room, poker room,