উইন্ডোজ ১০ আপডেট দিন খুব সহজেই।
উইন্ডোজ ১০ আপডেট দিন খুব সহজে |
আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা অনেকেই কম্পিউটার সার্ভিসের দোকানগুলো থেকে উইন্ডোজ দিয়ে থাকি। যেহেতু দোকানগুলোতে অনেক দিন ধরে একটি পেনড্রাইভ বুটেবল করা থাকে তাই উইন্ডোজ এর বিভিন্ন ফিচার পরিবর্তনগুলো আর সেখানে থাকে না। তাই আমাদের উচিত কম্পিউটারে নেট কানেকশন দিয়ে উইন্ডোজটি আপডেট দিয়ে নেয়া। আর বর্তমানে অধিকাংশ বাসাতেই ওয়াইফাই কানেকশন রয়েছে। কিন্তু আমরা উইন্ডোজ আপডেট দেয়ার নিয়মটা জানি না।
উইন্ডোজ আপডেট দিলে পেনড্রাইভটি বুটেবল করার তারিখ থেকে আজ পর্যন্ত উইন্ডোজ কোম্পানি বা মাইক্রোসফট কোম্পানি উইন্ডোজ এর বিভিন্ন ফিচার পরিবর্তন করে থাকেন সেগুলো আমরা সহজেই পেতে পারি। এছাড়া কম্পিউটারের উইন্ডোজ আপডেট দিলে কম্পিউটারের কাজের গতিও বৃদ্ধি পায়।
উইন্ডোজ আপডেট দিতে হলে আমাদের নিচের কাজগুলো করতে হবে।
১) আপনার কম্পিউটারের ডেক্সটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন।
২) ব্রাউজারের এ্যাড্রেস বারে google.com টাইপ করে কী-বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। এতে গুগল সার্চ ইঞ্জিন চালু হবে।
৩) গুগল সার্চ বক্সে windows 10 update assistant টাইপ করে কী বোর্ড থেকে এন্টার কী প্রেস করুন। গুগল আপনাকে কয়েক সেকেন্ড এর মধ্যে কতগুলো ওয়েবসাইট লিংকসহ একটি পেজ প্রদর্শিত করবে। সেখান থেকে সবার উপরের যে লিংকটি থাকবে সেটিই মাইক্রোসফট এর নিজস্ব ওয়েবসাইট এবং সেখানেই আপনি পাবেন আসল সফটওয়্যারটি।
৪) এবার প্রথম লিংকে ক্লিক করে পরবর্তী পেইজ এ গিয়ে Windows 10 Update Assistant টাইটেল সম্বলিত Content এর মাঝে Download the Update Assistant লেখাতে ক্লিক করলে আরেকটি পেইজ আপনার সামনে ওপেন হবে।
৫) উক্ত পেইজ এ Update Now লেখাতে ক্লিক করলে একটি সফটওয়্যার ডাউনলোড হবে। সফটওয়্যারটি ডাউনলোড করে ইনস্টল করতে হবে।
৬) সফটওয়্যারটি ইনস্টল করার পর ওপেন করে নিচে থাকা অপশন অনুযায়ী Next পেইজ এ গিয়ে Update Now অপশনে ক্লিক করে অপেক্ষা করতে হবে।
৭) উপরের প্রদর্শিত পুরো 100% Complete হয়ে গেলে আপনার উইন্ডোজটি সম্পূর্ণরুপে আপডেট দেয়া শেষ হবে।
৮) এরপরেই আপনাকে Welcome জানানো হবে। এখন থেকে আপনি উইন্ডোজ এর নতুন ফিচারগুলো ব্যবহার করতে পারবেন।